
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ কয়েকদিন শান্ত থাকার পর আবারো উত্তপ্ত শ্রীলঙ্কা। শনিবার সরকারবিরোধী আন্দোলনে ফের রাস্তায় নেমে আসেন কয়েক হাজার মানুষ।
দিনভর শান্তিপূর্ণ আন্দোলন হলেও রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এসময় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ করতে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সরকারবিরোধীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এসময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে।
এর আগে শনিবার দিনের শুরুতে দাবি আদায়ে রাজধানী কলম্বোসহ বড় শহরগুলোতে বিক্ষোভ শুরু করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে-বিরোধীরা।