
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান।
খাইবার পাখতুনখাওয়ায় দলের কর্মী সম্মেলনে এ অভিযোগ করেন ইমরান। ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের একটি বিবৃতির প্রেক্ষিতে শাহবাজ সরকারের বিরুদ্ধে ইমরান খান অভিযোগ তোলেন। ইসরাইলকে স্বীকৃতি দেওয়া হলে ক্ষমতাসীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনেরও হুমকি দেন সাবেক এই প্রধানমন্ত্রী ।
এর আগে এক বিবৃতিতে ইসরাইলি প্রেসিডেন্ট হারজগ প্রবাসী পাকিস্তানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন। তবে পাক কর্তৃপক্ষ বৈঠকের কথা অস্বীকার করেছে।