
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ প্রায় ২০০ যাত্রীসহ রাশিয়ার একটি বিমান আটক করলো শ্রীলঙ্কা। আটকের সঠিক কারণ জানা না গেলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইউক্রেনে হামলার কারণে মস্কোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় বিমানটি আটক করেছে লঙ্কান কর্তৃপক্ষ।
রাজধানী কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মস্কোর উদ্দেশ্যে যাত্রার কিছুক্ষণ আগেই রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা, অ্যারোফ্লটের বিমানটিকে জব্দ করা হয়। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, বাণিজ্যিক আদালতের আদেশে রুশ পতাকাবাহী বিমানটি আটক করা হয়।
এরপর এর যাত্রী এবং ক্রুদের স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়। বিমানটি বৃহস্পতিবারই মস্কো থেকে কলম্বো পৌঁছেছিল। এর আগে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গেল মার্চ মাসে আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করেছিল অ্যারোফ্লট। তবে এপ্রিলে কলম্বোতে ফের কার্যক্রম শুরু করে তারা।