
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ মিয়ানমারে ২০২১ সালের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতার জেরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্রথমবারের মতো দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে সতর্ক করে বলেছে, আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। গেল বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন অং সান সু চির এনএলডি সরকার উৎখাত করে সেনাবাহিনী। এরপর চলমান সংঘাতের জেরে নিজ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় কয়েক লাখ বাসিন্দা।
এছাড়াও অভ্যুত্থানের আগে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা।