
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ দুই মাস পর অবশেষে চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাংহাইয়ে লকডাউন শিথিল করা হয়েছে। এর ফলে আড়াই কোটি জনসংখ্যার শহরটির বেশিরভাগ মানুষ এখন অবাধে চলাচল করতে পারবেন।
তবে লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করায় শহরটিতে আরও কিছুদিন করোনা বিধিনিষেধ আরোপ থাকবে বলে জানানো হয়েছে। সাংহাইয়ে কিছু বিধিনিষেধ শিথিল করার পাশাপাশি শূন্য কোভিড নীতিও বহাল রয়েছে।
করোনায় আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিন কিংবা হাসপাতালে পাঠানোর নিয়মও চালু থাকছে। এরইমধ্যে শহরটিতে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে। তবে এখনো খোলা হয়নি সিনেমা হল, জাদুঘর, জিমনেসিয়াম এবং বিনোদনকেন্দ্রগুলো।