
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ জেরুজালেমের আল আকসা মসজিদে সাধারণ মুসল্লিদের ওপর আবারো হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সাধারণ ফিলিস্তিনিরা এর বাধা দিলে, দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। এসময় সাধারণ মুসল্লিদের ওপর টিয়ার সেল নিক্ষেপ করে ইসরাইলি পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের অবৈধ প্রবেশ করাকে কেন্দ্র করে, সাধারণ ফিলিস্তিনের সাথে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ চলে আসছে।