
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সোভেরোডানেটস্কের ৭০ ভাগ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনী কাজ করছে বলে জানিয়েছে মস্কো।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটির কেন্দ্রের খুব কাছে পৌঁছে গেছে রুশ বাহিনী। তবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। খুব শিগগিরই দখল হয়ে যাওয়া শহরগুলো পুনরুদ্ধার করা যাবে বলে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ইউক্রেনে নতুন করে রকেট সিস্টেম পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।