
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ নিজ দেশের ২০ শতাংশ এলাকা রাশিয়া নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন ইউক্রনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
লুক্সেমবার্গ পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনে অভিযান চালাতে গিয়ে রুশ সামরিক বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় স্থানীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরমধ্যেই কিয়েভে আগ্রাসন চালানোর অভিযোগে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।