
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সব হুমকি উপেক্ষা করে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ৩০টি জে ইলেভেন যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এর ফলে চলমান উত্তেজনা চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছে তাইওয়ান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল সফরে এসে তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করার কয়েক দিন যেতে না যেতেই এমন উত্তেজনা সৃষ্টি হলো।
বিবিসি জানিয়েছে, তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলে চীনা যুদ্ধবিমানগুলো উড়তে দেখা গেছে। ওই এলাকাতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। তবে চীনা বিমানগুলো এখনো তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেনি বলে জানিয়েছে তাইপে।
ঐতিহাসিভাবেই তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে আখ্যা দিয়ে আসছে চীন। তবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে।