
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী হারকোর্টে একটি গির্জায় পদদলিত হয়েছে অন্তত ৩১ জন নিহত হয়েছে। শনিবারের এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন বহু মানুষ। এসময় মানুষের প্রচণ্ড ভিড়ে গির্জার একটি গেট ভেঙে যায়। এতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। ধৈর্য হারিয়ে হুড়োহুড়ির কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই শিশু।
দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এরইমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।