
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ নেপালে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সন্ধানের পর, ২২ আরোহীর ভেতর থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহের পাশাপাশি বিমানের ব্লাকবক্স সন্ধানে এখনো অভিযান চালানো হচ্ছে।
ব্লাকবক্স পাওয়া গেলে বিমানটি বিধ্বস্তের সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। রোববার সকালে নিখোঁজ হওয়ার পর বিমানটি খুঁজতে দুটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি শুরু করা হয়েছিলো। এরপর সোমবার বিধ্বস্ত বিমানটির সন্ধান পাওয়া যায়।
রোববার ২২ আরোহী নিয়ে পোখারা থেকে জোমসোম যাওয়ার পথে নিখোঁজ হয় নেপালের তারা এয়ারের একটি বিমান। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে বিরূপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে।