
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ পশ্চিমাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র পাওয়ার সুখবরের প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির পূর্বাঞ্চলে যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন তিনি।
সেখানে রুশ বাহিনী সাধারণ মানুষের বসতবাড়িসহ বহু বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে বলে দাবি করেছেন জেলেনস্কি।
এদিকে নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে।
এরমধ্যেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি এবং জার্মান নেতৃবৃন্দ।