
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ পাকিস্তান ভেঙ্গে তিন টুকরো হবে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান। দেশকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষতকারে ইমরান বলেন, ভুল সিদ্ধান্ত নিলে পাকিস্তানের ভবিষ্যত বিপর্যয়ের মুখে পড়তে পারে।
সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, আত্মহত্যার দ্বারপ্রান্তে পাকিস্তান। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ প্রথমে দেউলিয়া এবং পরে ধ্বংস হবে বলে হুশিয়ার করেন তিনি। এর প্রেক্ষিতে পাক সশস্ত্র বাহিনী কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য করেন সাবেক পাক প্রধানমন্ত্রী।