
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ বছর কাজ করার পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
নিজের গড়ে তোলা ফাউন্ডেশনে সময় দেওয়ার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন স্যান্ডবার্গ। বিজ্ঞাপন বাজারে মন্দা এবং টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেরিলের আকস্মিক পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার দর প্রায় ৪ শতাংশ কমে গেছে। শেরিল স্যান্ডবার্গের উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে এখনো কোন তথ্য দেয়নি ফেসবুকের মূল কোম্পানি মেটা।