
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিশাল ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির উদ্বোধন করেছে ইরান। তবে ঘাঁটিটির অবস্থান সম্পর্কে কোন ধারণা দেয়নি তেহরান।
তবে এটি মাটির কয়েশ’ মিটার গভীরে অবস্থিত বলে জানিয়েছে ইরানি সামরিক বাহিনী। দেশটির স্বশস্ত্র বাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এর উদ্বোধন করেন।
নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা খাতে ইরান প্রতিনিয়ত উন্নতি করছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইঙ্গিত করেন জেনারেল বাকেরি বলেন, শত্রুদের জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত। নতুন ইরানি ড্রোন থেকে ক্ষেপণান্ত্র নিক্ষেপ করা যাবে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।