
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমা অব্যাহত রয়েছে। বাজার পর্যবেক্ষেণকারী বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, গেল এক মাসে সয়াবিন তেলের দাম কমেছে ১২ শতাংশ পর্যন্ত। এর প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশের স্থানীয় বাজারে। ভারতে এরইমধ্যে কমানো হয়েছে সয়াবিন তেলের দাম।
ভোজ্য তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোতে খরার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্থ হওয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে গেল মাসের শেষ দিকে হঠাৎ করে অস্থির হয়ে ওঠে ভোজ্য তেলের দাম। অভ্যন্তরীণ বাজারে কথা চিন্তা করে তেল রফতানি বন্ধ করে দেয় ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে হু হু করে বাড়তে থাকে সয়াবিন এবং পাম তেলের দাম।
তবে স্থানীয় কৃষকদের দাবির মুখে গেল সোমবার পাম তেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ইন্দোনেশিয়া। তেল রফতানি বাড়ায় লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিলও। এরপরই বদলে যেতে শুরু করে দৃশ্যপট। আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করে সয়াবিন এবং পাম তেলের দাম।
মার্কিন বাজার পর্যবেক্ষেণাকরী সংস্থা ইনভেস্টিং ডটকম এবং বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, গেল একমাসে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত। এপ্রিলের ২৮ তারিখ প্রতি পাউন্ড সয়াবিনের তেলের দাম সব রেকর্ড ভেঙ্গে ৯১ সেন্ট হয়। তবে এখন তা কমে ৭৯ সেন্টে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম ৩১ মার্চ ২০২২ এ ছিল.৭০ ডলার, ২৮ এপ্রিল, ২০২২ এ ছিল .৯১ ডলার, ২৩ মে, ২০২২ এ ছিল .৮০ ডলার, ২৭ মে, ২০২২ এ ছিল .৭৯ ডলার। এদিকে বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব পড়তে শুরু করেছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের সয়াবিন প্রসেসরস অ্যাসোশিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে দোসরা মে প্রতি দশ কেজি সয়াবিন বিক্রি হয় ১৬শ’ ১৫ রুপি। তবে তা ১০০ রুপিরও বেশি কমে এখন ১৫শ’ ১০ রুপিতে দাঁড়িয়েছে।