
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ব্রাজিলে বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
তাদের সন্ধানে এবং দুর্গতদের সহায়তায় কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গেল সপ্তাহে লাতিম আমেরিকার দেশটিতে শুরু হয় প্রবল বন্যা। এতে ব্রাজিলের পাহাড়ি এলাকাগুলোতে শুরু হয় ব্যাপক ভূমিধস। এছাড়াও দেশটির বিভিন্ন শহরে শুরু হওয়া বন্যায় পানিবন্দি অবস্থায় রয়েছেন হাজারো মানুষ।
এদিকে বন্যার কারণে দুর্গত এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বহু বৈদ্যুতিক খুটি উপড়ে যাওয়ায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা।