
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ হবে বলে জানা গেছে। রাহুলকে ২ জুন এবং সোনিয়াকে ৮ জুন ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।
তবে কংগ্রেস বলেছে, সোনিয়া ৮ জুন উপস্থিত থাকলেও দেশের বাইরে অবস্থান করায় নির্ধারিত সময়ে রাহুল উপস্থতি হতে পারবেন না।
একইসঙ্গে ন্যাশনাল হেরাল্ড মামলার কোন আইনি ভিত্তি নেই বলেও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়।