
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারত সফর করছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। বুধবার তিনি দিল্লি পৌঁছালে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাকে স্বাগত জানান, দেওয়া হয় উষ্ণ অভ্যর্থণা।
বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গান্তজ বৈঠক করবেন বলে জানা গেছেন। এসময় দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি হওয়ার কথা রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।