
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ রাশিয়া কৌশলগত গুরুত্বপূর্ণ লিমান শহরের দখল নেওয়ার দাবি করলেও, সেখানে তীব্র লড়াই চালিয়ে যাওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা।
তবে শনিবার সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানকার কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে। দোনেস্ক অঞ্চলের এই শহরটিতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেল হাব রয়েছে। মস্কো নিয়ন্ত্রণের দাবি করলেও, প্রকাশিত ফুটেজে এখনো দু’পক্ষের মধ্যে লড়াই চলতে দেখা গেছে।
এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, পূর্বাঞ্চলে নির্বিচারে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রুশ সেনারা।