
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ নেপালে ২২ আরোহী নিয়ে তারা এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে স্থানীয় যাত্রীদের পাশাপাশি তিন জাপানি এবং চার ভারতীয় নাগরিক ছিলেন বলে জানা গেছে।
বিমানটির ধ্বংসাবশেষের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নেপালি সেনাবাহিনী। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানী কাঠমান্ডুর ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন নগরী, পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিলো বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে নিহতদের স্বজনরা ভীড় করছেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কার্যালয়সহ বিমানবন্দরগুলোতে। এর আগে ২০১৬ সালে তারা এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছিলো।