
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ইরাকের দিয়ালায় জঙ্গিগোষ্ঠি আইএসের স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইরাকি সামরিক বাহিনীর দাবি, অভিযানে আইএসের একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনীর এফ সিক্সটিন যুদ্ধবিমান থেকে চালানো বোমাবর্ষণে আইএসের বহু আস্তানায় ক্ষতিগ্রস্থ হয় বলে জানানো হয়েছে।
যদিও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরাকি বাহিনীর হামলায় কৃষকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায়, নতুন করে আইএসবিরোধী অভিযান শুরু করে ইরাকি কর্তৃপক্ষ।