
আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে ২৬ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কবলে পড়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে ৪৩ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তবে নিখোঁজদের কেউ আর জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে বিশ্বের সবচেয়ে গভীর লেকে একটি ফেরি ডুবে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ মারা গিয়েছিলেন।